• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

চ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চান মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০২:২৭ এএম
চ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চান মেসি
ছবি: গেটি ইমেজস

বিশ্বকাপের আগে এবারের আসরকেই নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালের আগে বিশ্বকাপে এটিই শেষ ম্যাচ হিসেবে নিশ্চিতও করেছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে তখন কিছু বলেননি।

যদিও সবাই ভেবেছিলেন বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না মেসি। তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন এই ফুটবল যাদুকর। তিনি বলেছেন অবসর নয়, চ্যাম্পিয়ন হিসেবে খেলা চালিয়ে যেতে চান।

মেসি বলেন, “আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়ন হিসেবে আমি খেলে যেতে চাই।”

২০১৪ সালে একবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে মেসির। তবে বিশ্বকাপ একদিন ঠিকই জিতবেন এটা নাকি আগে থেকেই জানতেন তিনি।

“আমি জানতাম ঈশ্বর এটা (বিশ্বকাপ) আমাকে দিতে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এটা আমারই” যোগ করেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিশ্বকাপ জয়ই আজীবনের লক্ষ্য ছিল মেসির। ছোটবেলা থেকেই এটির স্বপ্ন দেখেই বড় হয়েছেন তিনি।

মেসি বলেন, “এটা (বিশ্বকাপ) সেই ট্রফি যেটা আমি আজীবন আমার জীবনে চাইতাম। এটা ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল।”  

Link copied!