• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বার্সেলোনায় ফিরতে শর্ত দিলেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৩:০৭ পিএম
বার্সেলোনায় ফিরতে শর্ত দিলেন মেসি
ছবি: সংগৃহীত

আগামী মৌসুমে পিএসজিতে মেসি থাকছেন এটা মোটামুটি নিশ্চিত। একই সাথে পুরোনো ঠিকানা বার্সেলোনার ফিরছেন, এমন গুঞ্জনও ডালপালা মেলেছে। ইতিমধ্য বার্সেলোনা সমর্থকরা মেসিকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিবোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসি নিজে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার প্রস্তাবের অপেক্ষায় আছেন। অর্থাৎ জর্জ মেসিকে গত ফেব্রুয়ারিতে দেওয়া  প্রস্তাব দিয়েছেন সরাসরি তাকে দিতে বলছেন।

২০২১ সালে বার্সেলোনা ছাড়তে রীতিমতো বাধ্য হয়েছিলেন মেসি। সে সময় আর্থিক সংকটে তার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি ক্লাবটি। এবারও রয়েছে সেই শঙ্কা। তবে এবার আগেভাগে সতর্ক বার্সা। ইতিমধ্যে মেসিকে দলে ফেরাতে পৃষ্ঠপোষক খোঁজা শুরু করেছে ক্লাবটি।

এদিকে গত এল ক্লাসিকোতে ম্যাচের দশম মিনিটে মেসি মেসি বলে স্লোগান দিয়েছে বার্সেলোনা সমর্থকরা। এতেই বোঝা যায় ফুটবল যাদুকরকে ফিরে পেতে তাদের আকুতি কতটা।

এদিকে, কাতার বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের কথা থাকলেও সেটি থেমে আছে। একাধিকবার চুক্তির প্রস্তাব দেওয়া হলেও মেসি এখনও সাড়া দেননি। ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী পিএসজিতে নিজেকে সুখি মনে করেন না মেসি।

Link copied!