ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মিরাজের অবদান মাত্র ৩৮ রানের। কিন্তু যারা ম্যাচ দেখেছেন তারা জানেন এই ৩৮ রানের গুরুত্ব সেদিন কতখানি ছিল। ৯ উইকেটে ১৩৬ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৫২ রান। মিরাজ সেখান থেকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।
দ্বিতীয় ওয়ানডেতেও সেই একই দৃশ্য। এবার জয় পাওয়া না পাওয়া বিষয় না হলেও, দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেছেন মিরাজই। অবশ্য সমানভাবে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন দলের সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদও।
ক্রিজে রিয়াদের সাথে যোগ দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। কিছু বুঝে ওঠার আগেই হলেন আউট। ৬ উইকেটে ৬৯ রান বাংলাদেশের। রিয়াদের সাথে যোগ দিলেন মিরাজ। তারপর কেবল স্কোরবোর্ডে সংখ্যার পরিবর্তন। মিরাজ তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। ৫৭ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে অপরাজিত আছেন এই অলরাউন্ডার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে ব্যাট করছে।