• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘ট্রান্সজেন্ডার নারী’ ক্রিকেটার হতে যাচ্ছে ম্যাকগেহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৫:৩৪ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘ট্রান্সজেন্ডার নারী’ ক্রিকেটার হতে যাচ্ছে ম্যাকগেহি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘ট্রান্সজেন্ডার নারী’ হিসেবে নাম লিখাতে যাচ্ছেন কানাডার ড্যানিয়েল ম্যাকগেহি। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ২০২৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপ শুরু আগে সোমবার (৪ সেপ্টেম্বর) আঞ্চলিক বাছাইপর্ব শুরু হবে। সেই আঞ্চলিক বাছাইয়ে কানাডা অংশগ্রহণ করবে। আর কানাডার দলে নারী ট্রান্সজেন্ডার ম্যাকগেহি রয়েছেন। তাই ম্যাকগেহি দলটার হয়ে মাঠে নামলেই তিনি প্রথম ট্রান্সজেন্ডার নারী’ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে তার জন্য কিছু নীতিমালা বেঁধে দেয়। যে নীতিমালা অনুসরণ করে ট্রান্সজেন্ডার ক্রিকেটার হিসেবে খেলতে পারবে। এবার আইসিসির দেওয়া সেই নীতিমালা পুরোপুরিভাবে পূরণ করেছেন ম্যাকগেহি। তাই তার আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর কোনো বাঁধা নেই।

আইসিসির নিয়ম অনুযায়ী, ট্রান্সজেন্ডার মহিলাদের মধ্যে যাদের সিরামে টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে ৫ ন্যানোমোলের নিচে থাকে, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আর এই মাত্রা কমপক্ষে ১২ মাস ধরে ক্রমাগত মানদণ্ডের নিচে থাকতে হবে। পাশাপাশি ট্রান্সজেন্ডার ক্রিকেটারকে একজন মহিলা ক্রিকেটার হিসেবে খেলার সময় টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখতে হবে। এ ছাড়া মেডিকেল অফিসারকে একটি লিখিত এবং স্বাক্ষরিত ঘোষণাপত্র দিতে হবে। যেখানে তার লিঙ্গ পরিচয় হবে ‘মহিলা’।  

ম্যাকগেহির বিষয়ে আইসিসি থেকে বলা হয়েছে, “আমরা নিশ্চিত করছি যে ড্যানিয়েল আইসিসির প্লেয়ার এলিজিবিলিটি রেগুলেশনসে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য হয়েছেন। ”

অস্ট্রেলিয়ায় জন্ম হলেও ২০২০ সালে কানাডায় পাড়ি জমান ম্যাকগেহি। সামাজিকভাবে সেই বছরই পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন তিনি। কয়েক মাস পর মেডিক্যাল ট্রানজিশন হয় তার।

২৯ বছর বয়সী ম্যাকগেহি বলেন, “আমার টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারণ করার জন্য, দুই বছরেরও বেশি সময় ধরে প্রতি মাসে রক্ত পরীক্ষা করিয়েছি। কার বিরুদ্ধে খেলেছি এবং কত রান করেছি সেটাও আমাকে প্রোফাইলে লিখতে হয়েছে। আমার চিকিৎসা সংক্রান্ত তথ্য আইসিসির কাছে পাঠানোর জন্য আমার ডাক্তাররা অনেক কাজ করেছেন। প্রতি মাসে রক্ত পরীক্ষা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ ক্রিকেট খেলতে গেলে অনেক ভ্রমণ করতে হয়। ”

২০২২ সালের অক্টোবরে কানাডার হয়ে ব্রাজিলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচও খেলেছেন ম্যাকগাহি। তবে সেসব ম্যাচ আন্তর্জাতিক ছিল না। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই যেহেতু আন্তর্জাতিক ম্যাচ। তাই এই ম্যাচে ম্যাকগেহি মাঠে নামলেই ইতিহাস রচনা হবে।

৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ব্রাজিলের মুখোমুখি হবে ম্যাকগাহির কানাডা। এই বাছাইয়ে অপর দুই দল যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। আঞ্চলিক বাছাইয়ের বিজয়ী দল খেলবে বৈশ্বিক বাছাইয়ে। যেখান থেকে দুটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। স্বাগতিক বাংলাদেশসহ মোট ১০ দলকে নিয়ে শুরু হবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Link copied!