• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তোপের মুখে ম্যাককালাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ১২:০১ পিএম
জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তোপের মুখে ম্যাককালাম

সাবেক ব্ল্যাক ক্যাপস তারকা এবং বর্তমান ইংলিশ ক্রিকেট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম একটি অনলাইন জুয়ার বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে নেটিজেনদের তোপের মুখে বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সাইপ্রাস ভিত্তিক জুয়া কোম্পানি ২২বেট এর বিজ্ঞাপনগুলো গত মাসে ইউটিউবে আক্রমণাত্মকভাবে প্রচার করা শুরু হয়। বিজ্ঞাপনে দেখা যায়, মরুভূমিতে একটি স্পোর্টস কার চালাচ্ছেন ম্যাককালাম। নিজেকে ২২বেট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করতে দেখা যায় তাকে। ব্রেন্ডন ম্যাককালাম হলেন ২২বেট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যা কিউই দর্শকদের জন্য প্ল্যাটফর্মকে বৈধতা দেয় এবং অনুমোদন করে।

বেশিরভাগ ইউটিউব বিজ্ঞাপনগুলো ফেইক অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং তারা ইউটিউব ব্যবহারকারীর ডেটার মাধ্যমে নির্দিষ্ট জনসংখ্যাকে টার্গেট করেনি। বরং নির্বিচারে ব্যবহারকারীর কাছে প্রচার করা হয়েছিল।

নিউজিল্যান্ডের আইনে জুয়া নিষিদ্ধ। তাই স্বাভাবিকভাবেই নেটিজেনরা ম্যাককালামের এই ধরনের কর্মকান্ড সমর্থন করে না। বিজ্ঞাপন দেখে অনেকেই ইংল্যান্ড এবং ওয়েলস কোচের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে। কোচকে নিয়ে বাজে মন্তব্য আসার কারণে গুগল দ্রুতই ভিডিওটি সরিয়ে নেয়।

Link copied!