• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেইমারের ইনজুরিতে এমবাপের পাশে থাকার বার্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:৩৫ পিএম
নেইমারের ইনজুরিতে এমবাপের পাশে থাকার বার্তা

৩১ বছর বয়সী পিএসজি তাদের সর্বশেষ লিগ ১ ম্যাচে ফাউলের শিকার হন। পার্ক দেস প্রিন্সেসে ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যে নেইমার মাঠ ছাড়তে বাধ্য হন। আবারও ইনজুরিতে নেইমার। পিএসজির শেষ ম্যাচে আরেকটি ইনজুরির ধাক্কা খেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। লিলের বিপক্ষে ম্যাচে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় এই তারকাকে।

ম্যাচের ১৭ মিনিটে নেইমার গোল আদায় করেন। চোটের শিকার হওয়ার আগে পিএসজিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।

মিডফিল্ডে নেইমার তার গতিতে এগুচ্ছিলেন। তার ডান পায়ের গোড়ালির ওপর দিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড় চলে গিয়েছিল। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছিল। কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, তিনি খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না।

নেইমারের সতীর্থ কিলিয়ান এমবাপে ব্রাজিলিয়ানের ইনজুরিতে সহমর্মিতা জানিয়েছেন।

 তিনি লিখেছেন, “শক্তিশালী থাকুন। পুরো দল আপনার জন্য অপেক্ষা করছে। এগিয়ে যান।"

ইনস্টাগ্রামে বার্তাটি পোস্ট করেছিলেন এমবাপে। নেইমার সাথে সাথে এটি "ধন্যবাদ" দিয়ে শেয়ার করেছিলেন।

লিলের বিপক্ষে প্রথমার্ধে নুনো মেন্ডেসকেও চোটের কারণে হারিয়েছে পিএসজি। প্যারিসের দলটির আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে। মার্সেই এবং নান্টেসের বিপক্ষে মাঠে নামবে তারা।

Link copied!