আন্তঃমহাদেশীয় ক্লাব ফুটবল

সেই লুসাইলে একই দিনে শিরোপা জিতলেন এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৯:৫১ এএম
সেই লুসাইলে একই দিনে শিরোপা জিতলেন এমবাপে
শিরোপা জয়ের আনন্দে এমবাপে- ভিনিসিয়ুসরা। ছবি: সংগৃহীত

কাকতালীয়ভাবে তারিখটা ১৮ ডিসেম্বর। ২০২২ সালের ঐ দিনটিতে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মেসির দেশ আর্জেন্টিনার বিপক্ষে হেরে গিয়েছিল এমবাপের দেশ ফ্রান্স।  সেই হারের দুঃখ কিছুটা হলেও মোচন হলো এমবাপের ক্লাব পর্যায়ের এক ফুটবল শিরোপা জিতে। ১৮ ডিসেম্বর বুধবার রাতে কাতারের সেই লুসাইল (২০২২ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু) স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় ক্লাব ফুটবলের ফাইনালে এমবাপের দল রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে মেক্সিকোর পাচুকা দলকে পরাজিত করে শিরোপা লাভ করে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হ্যাটট্রিক করেও টাইব্রেকারে মেসিদের কাছে হেরে গিয়েছিল ফ্রান্স। লুসাইলে দুই বছর আগের ফাইনালে হারের কষ্ট এবার ঘুচালেন এমবাপে। ম্যাচে এমবাপে, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র একটি করে গোল করেন। রিয়াল গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বলে সরাসরি ফাইনালে উঠে। আর প্লে-অফ খেলে ফাইনালে উঠে পাচুকা।

Link copied!