• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এমবাপে এখন রোনালদোর সাবেক ক্লাব রিয়ালের খেলোয়াড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৪:৩৬ পিএম
এমবাপে এখন রোনালদোর সাবেক ক্লাব রিয়ালের খেলোয়াড়
নিজ নিজ জাতীয় দলের হয়ে মাঠে এমবাপে ও রোনালদো। ছবি : সংগৃহীত

সকল জল্পনা-কল্পনার অবসান হলো। প্রত্যাশা মতোই স্পেনের তারকাসমৃদ্ধ দল ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ফ্রান্স বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে। সোমবার রাতেই সামাজিক  যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করে দিল রিয়াল। পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিলেন তিনি।

গত বছর ফেব্রুয়ারিতে এমবাপে নিজেই জানিয়েছিলেন, তিনি আর প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) দলে থাকতে চান না। তখন থেকেই রিয়ালে তার আসা নিয়ে জল্পনা শুরু হয়। যত দিন গিয়েছে, তত সেই জল্পনা বৃদ্ধি পেয়েছে। অবশেষে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হল তার নাম।

এমবাপে যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একটা স্বপ্ন সত্যি হল। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমি এখন কতটা উত্তেজিত সেটা কারও পক্ষে বোঝা সম্ভব নয়। মাদ্রিদের সমর্থকদের দেখার জন্য তর সইছে না। আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ।’

দু’বছর আগেও রিয়ালে এমবাপের সই করা নিয়ে জল্পনা হয়েছিল। সে বার শেষ মুহূর্তে প্যারিসের ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপে। এ বার তিনি কোনও ট্রান্সফার ফি ছাড়াই রিয়ালে যোগ দিলেন। রিয়ালের আক্রমণভাগ যে অনেকটাই শক্তিশালী হল, তা বলার অপেক্ষা রাখে না।

Link copied!