বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হ্যাটট্রিকের করেও জেতাতে পারেননি দলকে। কাতারের মাঠ তাই এমবাপের কাছে অভিশপ্ত স্টেডিয়ামের মতো। যদিও সেই মাঠেই ট্রফির খরা কাটানোর সুযোগ এসেছে তার কাছে, কাকতালীয়ভাবে এটাও একটা ফিফা প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদের হয়ে তাই এই মাঠেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে মাঠ ছাড়তে চাইবেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে।
নতুন সাজে নতুনভাবে এবারে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। আসর এবারে বসতে চলেছে কাতারের মাঠে। সেখানে খেলতেই এবার ফের সেদেশে যাবেন এমবাপে।
দু’বছর আগে যখন কাতারের মাঠ ছেড়ে এমবাপে বেড়িয়ে এসেছিলেন, তখন চোখে ছিল পানি। বিশ্বকাপ ফাইনালে গোল করে ফ্রান্সকে একা টেনে নিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ফরাসি স্ট্রাইকারকে। এবার সেই মাঠেই ক্লাব দল রিয়াল মাদ্রিদের জার্সিতে ফের প্রত্যাবর্তন হতে চলেছেন গত দুই বিশ্বকাপে নজর কাড়া এই তারকা স্ট্রাইকারের।
সরাসরি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সুযোগ দেওয়া হয়েছে ইউরোপের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদকে। তাদের ম্যাচ দেওয়া হয়েছে কাতারের জাতীয় দিবসের দিনে অর্থাৎ ১৮ ডিসেম্বর। গত ফুটবল বিশ্বকাপের ফাইনালের ঠিক দুই বছরের মাথায়। ২২ সেপ্টেম্বর থেকে ফিফার এই বার্ষিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
মোট ৬টি কনফেডারেশনের চ্যাম্পিয়ন দল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলছে। সেখানে প্রথম পর্বের দুটি ম্যাচ হবে দেশের ঘরের মাঠে। বাকি ম্যাচগুলো হবে কাতারে।
প্রথম ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আল আইন দল মুখোমুখি হয়েছিল ওসিয়ানিয়া চ্যাম্পিয়ন্স লিগের জয়ী দল অকল্যান্ড সিটি এফসির। সেই ম্যাচে অকল্যান্ডের দলকে ৬-২ গোলে হারিয়ে দেয় আল আইন দল। পরের ম্যাচে তারা মুখোমুখি হবে আফ্রিকার চ্যাম্পিয়ন দল আল আহলির। কাইরোতে সেই ম্যাচ হবে অক্টোবরের ২৯ তারিখ।
এরপর কাতারের দোহাতে ডিসেম্বরের ১১ তারিখ মুখোমুখি হবে মেক্সিকোর দল পাচুয়া, যারা কনকাকাফ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দল। এর তিন দিন পর এই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে আল আইন বনাম আল আহলি ম্যাচের জয়ী দলের সঙ্গে। এরপর সেই ম্যাচের জয়ী দল খেলবে ১৮ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে।