• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্সের হয়ে আর খেলতে চান না এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৩:৪৮ পিএম
ফ্রান্সের হয়ে আর খেলতে চান না এমবাপে
কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। কিন্তু বিশ্বকাপজয়ী এই ফুটবলার আর দেশের হয়ে খেলতেই চান না। গত ম্যাচে বাদ দেওয়া হয়েছিল কারণ উরুতে চোট ছিল তার। সেই কারণে দলে রাখা হয়নি। কিন্তু এখন চোট সরে গিয়েছে। তারপরও এমবাপে দেশের হয়ে খেলতে যেতে চাইলেন না। তিনি স্পেনেই রয়ে গেলেন। দেশের খেলা থাকলেও দলে যোগ দিলেন না ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা ফুটবলার।

উয়েফা নেশনস লিগে ম্যাচ রয়েছে ফ্রান্সের। খেলতে হবে ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু এমবাপে জানিয়ে দিলেন, তাকে যেন দলে রাখা না হয়। এক সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্সের হয়ে আর কখনও নাকি খেলতেই চান না এমবাপে। অন্তত যত দিন দিদিয়ের দেশঁ কোচ থাকবেন, তত দিন খেলবেন না তিনি। এমবাপে এবং দেশঁর সম্পর্ক নাকি তলানিতে।

এমবাপের মা ও তার এজেন্ট ফায়জা লামারিও চান দেশঁকে ছাঁটাই করুক ফ্রান্স। আরও অনেক ক্রিকেটারই কোচ হিসাবে চাইছেন না দেশঁকে। ১২ বছর ধরে দায়িত্বে রয়েছেন তিনি। ফুটবলারেরা চাইছেন দেশঁকে সরিয়ে জিনেদিন জিদানকে কোচ করা হোক।

অনেকে মনে করছিলেন, এমবাপের বিরুদ্ধে যেহেতু ধর্ষণের অভিযোগ রয়েছে সেই কারণে ফ্রান্স দলে তাকে রাখা হয়নি। কিন্তু দেশঁ বলেন, ‘আমি দুটো জিনিস বলব, এক, এমবাপে আসতে চেয়েছিল। দুই, খেলার বাইরের কোনও ঘটনার কারণে ওকে বাদ দেওয়া হয়নি। কারণ অভিযুক্ত হলেই কেউ দোষী হয় না।’

চলতি বছিই স্বদেশি ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। কিন্তু সেখানে ফর্মে নেই তিনি। বার্সেলোনার বিরুদ্ধে ০-৪ গোলে হারতে হয় তার দলকে।

Link copied!