ম্যাচ শেষে হাসিমুখে হোটেলে ফেরেন খালেদ আহমেদ। একটি পরই শোনেন মায়ের মৃত্যু সংবাদ।
দুর্দান্ত এক ইনিংস খেল হোটে ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে নেমে ২ বল খেলার সুযোগ পেয়েছিলেন খালেদ আহমেদ। তাতে ১ ছক্কায় ৭ রানে অপরাজিত থাকেন ডানহাতি এ ‘ব্যাটসম্যান’। পরে বল হাতে ৪ ওভারে ২৬ রানে নেন ২ উইকেট। তার দল চিটাগং কিংস আগে ব্যাটিং করে খুলনা টাইগার্সকে ২০১ রানের লক্ষ্য দিয়ে ৪৫ রানের বড় জয় পায়।
বৃহস্পতিবার মধ্যরাতে (১টা ৩৭ মিনিটে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে খালেদের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিটাগং কিংস।
ওই পোস্টে বলা হয়, ‘প্রিয় মাকে হারানোয় খালেদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’