• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসির কান্নার পর হাসি ফোটালেন মার্তিনেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ১০:২৮ এএম
মেসির কান্নার পর হাসি ফোটালেন মার্তিনেজ

দি মারিয়ার জন্য শিরোপাটা জিততে হবে, ম্যাচের আগে আর্জেন্টিনার পণ ছিল এমনই। কিন্তু ম্যাচ দ্বিতীয়ার্ধে গড়াতে গড়াতে আর্জেন্টিনার জন্য প্রেরণা হয়ে গেল দুটি–দি মারিয়ার পাশাপাশি লিওনেল মেসির জন্যও যে খেলতে হবে!
প্রথমার্ধে পাওয়া চোটের ধাক্কা সয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারলেও বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি মেসি। ৬৬ মিনিটে উঠে যান, ডাগআউটে গিয়েই সে কী কান্না আর্জেন্টিনা অধিনায়কের!
ওই কান্নাই যেন আর্জেন্টিনাকে আরও তাতিয়ে দিল। কলম্বিয়াই দাপুটে খেলেছে, তবে মেসিকে শিরোপা এনে দেওয়ার তাড়নায়ই কি না, দ্বিতীয়ার্ধে আগ্রাসী হয়েছে আর্জেন্টিনাও।
শেষ পর্যন্ত মেসি আর দি মারিয়াকে শিরোপা উপহার দেওয়ার চেষ্টায় সফলই হয়ে গেল। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধও কোনো গোল না দেখলেও ১১২তম মিনিটে লওতারো মার্তিনেসের গোলে ১-০ ব্যবধানে জিতে গেল আর্জেন্টিনা।
গোলের পর আর্জেন্টিনার উল্লাস। ছবি: রয়টার্স
দর্শক–বিশৃঙ্খলার কারণে প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা–কলম্বিয়া ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটেও ছিল নানা নাটকীয় ঘটনা। চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন লিওনেল মেসি। কেঁদেছেন ডাগআউটে বসে। এরপর নিকো গঞ্জালেসের গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় হতাশা আরও বেড়েছিল আর্জেন্টিনা দলে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা থাকে গোলশূন্য। অতিরিক্ত সময়ে গড়ানো আনহেল দি মারিয়ার বিদায়ী ম্যাচে লাওতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে আজ ১–০ ব্যবধানে হারিয়ে ত্রিমুকুট জিতেছে আর্জেন্টিনা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা—স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা।

Link copied!