• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এমবাপেকে কটাক্ষ করার কারণ জানালেন মার্টিনেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:০৪ পিএম
এমবাপেকে কটাক্ষ করার কারণ জানালেন মার্টিনেজ

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় হওয়া বিজয় র‍্যালিতে কিলিয়ান এমবাপেকে ছোট করে উপস্থাপন করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। খেলাধুলার প্রেক্ষাপটে মার্টিনেজের ঘটনাটি বাড়াবাড়ি বলে মনে হয়েছে অনেকের কাছে।

এছাড়া লকার রুমেও ফ্রান্স তারকাকে নিয়ে গান বানান এমবাপে। সতীর্থদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করতে বলেন ফ্রান্স তারকাকে কটাক্ষ করে।

এমবাপেকে নিয়ে এ ঘটনা ছাড়াও গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার পরে তার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। গোল্ডেন গ্লাভস হাতে পাওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গিতে বিষয়টি উদযাপন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

বিশ্বকাপ আসর শেষ হওয়ার দীর্ঘ সময় পর এই কটাক্ষের কারণ জানালেন আর্জেন্টাইন গোলরক্ষক।

 তিনি বলেন, "লকার রুমের ঘটনা বাইরে আসা উচিত নয়। তবে ২০১৮ সালে ফ্রান্স দল আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে গান গেয়েছে। এটা স্বাভাবিক। আমার সঙ্গে এমবাপের ব্যক্তিগত বিরোধ নেই। ব্রাজিল আমাদের বিপক্ষে হারলে নেইমারকে নিয়েও গান গাইতাম। এটার মানে এই নয়, খেলোয়াড়ের সঙ্গে বিরোধ আছে।" 

Link copied!