হার যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক ম্যাচে বোর্নমাউথ ৩-০ গোলে ম্যানইউকে পরাজিত করেছে।
বোর্নমাউথ দলের হয়ে গোল তিনটি করেন ডিন হাউসেন, জাস্টিন ক্লুইভার্ট ও এন্টোয়ান সেমেনিয়র। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এই লজ্জার হারে দর্শকরা হতাশ হয়।
এই জয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে বোর্নমাউথ। তাদের পয়েন্ট এখন ১৭ ম্যাচে ২৮। আর ২২ পয়েন্ট পেয়ে ১৩ নম্বরে আছে ম্যানইউ। শনিবার রাতে হেরে যাওয়া ম্যানসিটি ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণে রাখলো ম্যানইউ। অথচ ম্যাচে তার উল্টোটা ফলাফল হলো। সহজ জয় পেল বোর্নমাউথ দল।
এই ম্যাচের আগে ম্যানইউ ২-১ গোলে সবচেয়ে শক্তিশালী দল ম্যানসিটিকে পরাজিত করে। আর তার মাত্র ৪ দিন পরই ফের নিজ মাঠে বড় পরাজয় হলো ম্যানইউ দলের।