লিভারপুলের মাঠ আনফিল্ডে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক খেলায় ২-২ গোলে ড্র করে চমক দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই ফলাফলে ৪৬ পয়েন্ট নিয়ে অবশ্য লিভারপুল তালিকায় শীর্ষে রয়েছে। ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ম্যানইউ।
ম্যাচের ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ম্যানইউর মার্টিনেজ। ৫৯ মিনিটে গাকফোর গোলে সমতা আনে লিভারপুল। ৭০ মিনিটে মিশরের সালাহ পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। ৮০ মিনিটে আমাদের গোলে সমতা আনে সফরকারী দল।
লিভারপুল টানা তিন ম্যাচে জয়ের পর ড্র করেছে। আর ম্যানইউ টানা তিন হারের পর প্রথম পয়েন্ট পেয়েছে।