• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল

ম্যানসিটি ঘরের মাঠেও হারাতে পারেনি ইন্টারকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:৪৪ এএম
ম্যানসিটি ঘরের মাঠেও হারাতে পারেনি ইন্টারকে
হালান্ডকে গোল করতে এভাবেই বাঁধা দেয় ইন্টারের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

২০২২-২৩ সালের আসরের ফাইনালে যাদেরকে হারিয়ে শিরোপা জিতেছিল, সেই ইন্টার মিলানের মুখোমুখি হলো ম্যানচেস্টার সিটি এবার গ্রুপপর্বের খেলায়। ম্যানসিটিকেই ফেভারিট মনে করা হয়। কিন্তু ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল ম্যানসিটি হারাতে পারেনি ইতালির অন্যতম শক্তিশালী দল ইন্টারকে। অবশ্য ইন্টারও জয় পায়নি। বুধবার রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের এই বিগ ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে চার ম্যাচে ৯ গোল করা বার বার খেই হারিয়ে ফেলেন। ৩৫ মিনিটে ফের গোলের সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি তিনি। ৫৩ মিনিটের সময় ইন্টারের দারমেইন চমৎকার সুযোগ পেয়েও গোল করতে পারেন নি। ম্যাচের একেবারে শেষ মিনিটে প্রায় জিতেই গিয়েছিল ইন্টার। গিনদোয়ানের শট জাল স্পর্শ করতে না পারায় বেঁচে যায় সিটি। দু‍‍`দলই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

Link copied!