• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫২ ম্যাচ পর ঘরের মাঠে প্রথম হার ম্যানসিটির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ১০:১৭ এএম
৫২ ম্যাচ পর ঘরের মাঠে প্রথম হার ম্যানসিটির
হতাশ আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লজ্জাজনক ভাবে হারলো ইংল্যান্ডের তারকাসমৃদ্ধ দল ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে টটেনহাম ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে তাদের বিপক্ষে। 

৫২ ম্যাচের পর ঘরের মাঠে প্রথম হার দেখলো সিটিজেনরা। ম্যানসিটি কখনো টানা ৫ ম্যাচে হারেনি। এবার এটা নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচ ম্যাচে হারলো তারা। আর পেপ গার্দিওলার ক্যারিয়ারেও এমন লজ্জার হার এরআগে দেখেননি তিনি। 

নরওয়ের গোলমেশিন বলে পরিচিত আর্লিং হালান্ডও ছিলেন পুরো নিস্ক্রিয়। 

সবমিলে সিটির জন্য একটি হতাশার রাত গেল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক ম্যাচে। 

টটেনহাম প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাডিসনই ২টি গোল করেন ম্যাচের প্রথমার্ধে। আর পেড্রো ও জনসন একটি করে গোল করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেইনের সাবেক দলটি।  

Link copied!