ভাল ও খারাপ দিন দুই ম্যানচেস্টারের। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক ম্যাচে ১-৩ হেরে গেল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইপসউইচ টাউনকে।
ম্যানসিটির হয়ে জোড়া গোল করলেন ফিল ফোডেন। একটি করে গোল মাতেয়ো কোভাচিচ, জেরেমি ডোকু, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকাটির।
ম্যানইউ এবার হেরে গেল ব্রাইটনের মতো দলের কাছে। খেলার পাঁচ মিনিটেই ব্রাইটনকে এগিয়ে দেন ইয়ানকুবে মিনতে। ২৫ মিনিটে সমতা ফেরান ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি থেকে গোল করে। কিন্তু সেখানেই থেমে যায় ব্রুনোদের দৌড়। দেখতে দেখতে আরও দু’টি গোল করে তিন পয়েন্ট পেয়ে যায় ব্রাইটন।
তাদের দ্বিতীয় গোল ৬০ মিনিটে। করেন কাওরো মিতোমা। ৩-১ হয় জিয়োর্নিয়ো রাট্টারের সৌজন্যে। সংযুক্ত সময়ে সাত মিনিট পেয়েও ব্যবধান কমাতে পারেনি ম্যানইউ।
এই হারে পয়েন্ট টেবিলে ম্যানইউ থাকল ১৩ নম্বরে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২৬। শীর্ষে এখনও লিভারপুল। এরআগে মুহম্মদ সালাহরা ২-০ হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ২-০ এগিয়ে গেলেও এস্টন ভিলার বিরুদ্ধে ২-২ ড্র করেই সন্তুষ্ট থেকেছে।
লিভারপুলকে জয় এনে নেন ডারউইন নুনেস সংযুক্ত সময়ে জোড়া গোল করে।