• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দলকে প্লে-অফে তুলে ম্যাচসেরা সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১০:৪৪ এএম
দলকে প্লে-অফে তুলে ম্যাচসেরা সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চলতি আসরে নিজের তৃতীয় ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার উঠল দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে। ব্যাট-বল ও ফিল্ডিংয়ে চমৎকার পারফরম্যান্স করে এই পুরস্কার পেয়েছেন তিনি।

প্লে-অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের। দলের ৩৭ রানের জয়ে সাকিবের ব্যাট হাতে ৩৫ রান, বল হাতে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট ও ফিল্ডিংয়ে রান আউট করার অবদান আছে। তিন বিভাগে নৈপুণ্য দেখানোয় ম্যাচসেরা নির্বাচনে অন্য কোনো খেলোয়াড়ের কথা ভাবতে হয়নি।

রোববার সকালে (২৫ সেপ্টেম্বর) মাঠে নামে গায়ানা ও ত্রিনবাগো। সাকিবের দল প্রথমে ব্যাটিংয়ে নামে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক ২৫ বলে ৩৫ রান করেন। তার ইনিংসে ৪টি চার ও একটি ছয়ে সাজানো ছিল।

বল হাতেও এই অলরাউন্ডার ছিলেন সফল। নিজের প্রথম ওভারেই ফেরান টিম সেইফার্টকে। পরে তুলে নেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের গুরুত্বপূর্ণ উইকেট। এ ছাড়া তার সরাসরি থ্রোয়ে রান আউট হন নিকোলাস পুরান।

এই ম্যাচে জয়সহ টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা। পয়েন্ট টেবিলে ৯ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে উঠে এসেছে, পাশাপাশি প্লে-অফও নিশ্চিত করেছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!