ম্যানচেস্টার সিটির অবস্থা ভালো যাচ্ছে না এবার। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের মতোই চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক ম্যাচ হেরে চলেছে ২০২৩ সালের চ্যাম্পিয়নরা। এবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরেছে ম্যানসিটি। ফলে প্রতিযোগিতা থেকে বিদায়ের আশঙ্কা তাদের।
পিএসজির বিরুদ্ধে প্রথমে ২-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশ ও ৫৩ মিনিটে আর্লিং হালান্ড গোল করেন। কিন্তু তারপর চারটি গোল খায় ম্যানসিটি। ৫৬ মিনিটে উসমান দেম্বেলে, ৬০ মিনিটে ব্র্যাডলি বার্কোলা, ৭৮ মিনিটে জোয়াও নাভাস ও সংযুক্তি সময়ে গনসালো রামোস গোল করেন। ২-৪ গোলে হেরে মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে।
এই হারের পর পয়েন্ট তালিকায় ২৫ নম্বরে রয়েছে ম্যানসিটি। এবারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল নিজেদের মধ্যে খেলবে। সেখান থেকে ঠিক হবে শেষ ষোলোর বাকি আট দল কারা। ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দল বিদায় নেবে। অর্থাৎ, ম্যানসিটি যদি পরের ম্যাচ জিততে না পারে তা হলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে তাদেরকে।