• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী মালির সুলেমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৩:১৮ পিএম
বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী মালির সুলেমান
সুলেমান দিয়াবাতে। ছবি : সংগৃহীত

সুদুর আফ্রিকা মহাদেশের মালি দেশ থেকে বাংলাদেশে এসেছেন পেশাদার ফুটবলে অংশ নিতে। এখানকার পরিবেশ, মানুষ- সবকিছুই হয়তো মনে ধরেছে তার। আর তাইতো লাল-সবুজের জার্সিতে খেলতেও প্রস্তুত ঢাকা মোহামেডানের স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সুলেমান। সবশেষ ম্যাচে করেছেন ৫ গোল। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের টপ স্কোরার তিনি। লাল-সবুজের জার্সিতে খেলতে যে কয়টি শর্ত প্রয়োজন, তার একটি পূরণ হবে খুব দ্রুতই। এই লক্ষ্য যে পেপার ওয়ার্ক দরকার সে জন্য ফেডারেশন আর ক্লাবের দিকে তাকিয়ে এই ফুটবলার।

তবে তার ইচ্ছাই সব নয়। খেলার বিষয়টি সময় সাপেক্ষ। বাংলাদেশের নাগরিক হওয়া, পাসপোর্টসহ আরও কিছু পেপার ওয়ার্ক আর নিজের পারফরম্যান্সের প্রমাণ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিতে হবে ৩৩ বছর বয়সী ফুটবলারকে।

সুলেমান বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। তবে নাগরিকত্বের আবেদনসহ সব পেপারওয়ার্ক ফেডারেশন বা ক্লাব থেকে করলে ভালো হবে। কারণ এখানকার নিয়মও আমি জানি না। কোনো অফিসও আমি চিনি না। আমার যেটা মূল দায়িত্ব সেটা হলো পারফরম্যান্স। সেখানে আমার শতভাগ থাকবে।’

ঘরোয়া ফুটবলে সময় ভালো কাটছে সাদা-কালো তারকার। ২০২১-২২ মৌসুমে সর্বাধিক আর সবশেষ প্রিমিয়ার লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এবারও সবশেষ ম্যাচে ৫ গোল করায় তার নামের পাশে এখন ১৩ গোল। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। দিয়াবাতে যদি বাংলাদেশের নাগরিক হয়েও যান, জাতীয় দলে নিয়মিত হতে বয়স আর পারফরম্যান্সের সঙ্গে লড়তে হবে বেশ। যেমনটা এলিটা কিংসলের বেলায় হয়েছে।

Link copied!