গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন আসিফ মাহমুদ। এর ১২ দিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন আসে। দীর্ঘ একযুগ পর নতুন অভিভাবক পায় বিসিবি, তিনি সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল।
২১ আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শুরু হয়। আর সেখানেই পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। পরে সেখান থেকেই ফারুক আহমেদকে নতুন সভাপতি করার সিদ্ধান্ত আসে। আর জালাল ইউনুসের বদলে পরিচালক হিসেবে দায়িত্ব পান নাজমুল আবেদীন ফাহিম। পাপন দায়িত্ব পালনকালে এই সংস্থাকে রাজনৈতিক অঙ্গ সংগঠনে পরিনত করেন। ফলে দেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলা ক্রিকেট গতি হারিয়ে ফেলে। তার দায়িত্ব ছাড়া জরুরী হয়ে পড়েছিল।
২০০৮ সালে ২৮ এপিল বাফুফে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন দেশসেরা ফুটবলার কাজী সালাউদ্দিন। তার নির্বাচিত হওয়ার বছরে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৮তম স্থানে। এরপর অবনমন হতে হতে ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ১৯৭-এ। সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ঘনিষ্ট হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় টানা চার মেয়াদে বাফুফের সভাপতি হন তিনি। কিন্তু গত ৫ আগস্ট সরকারের পতন হওয়ায় বদলে সবকিছু। এবারে বাফুফের নির্বাচনে লড়াই করার কথা জানালেও তোপের মুখে পড়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। নির্বাচনে সভাপতি পদে ১২৩টি ভোট পেয়েছেন তিনি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এফ এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। এতে দীর্ঘ ১৬ বছর পর নতুন সভাপতি পায় বাফুফে।