বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ৮৬ রানে জয়লাভ করে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে। ভারতের ৯ উইকেটে ২২১ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে মাত্র ১৩৫ রান করে।
ভারতের নিতিশ কুমার রেড্ডি অস্বাভাবিক তান্ডব চালান বাংলাদেশি বোলারদের ওপর। তিনি মাত্র ৩৪ বলে ৭টি ছক্কায় ৭৪ রান করেন। এই নিতিশের রানের গড় এমন ছিল না।
মাহমুদউল্লাহ`র একটি নো বলই ম্যাচের গতি পরিবর্তন হয়ে যায়। ভারতের নবম ইনিংসে বল করতে আসেন মাহমুদউল্লাহ। তার চতুর্থ বলটি নো কল দেন আম্পায়ার। বলটি করার আগে স্কোর ছিল ৮.৩ ওভারে ৩ উইকেটে ৬৬ রান। নো বলে ছক্কা হাঁকান নিতিশ। ভারতের রানের গতি বেড়ে যায়।
ভারতের ব্যাটার রিংকু সিং বলেন, “মাহমুদউল্লাহর বলটি ছিল টার্নিং পয়েন্ট। ওই বলে (ফ্রি হিট) ছক্কা হাকিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেন নিতিশ এবং চালিয়ে যায়।”
এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত জেতে ৭ উইকেটে। বাংলাদেশ ও ভারতের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।