• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাহমুদউল্লাহর অনুপ্রেরণার নাম ছেলে রাইদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৪:২৫ পিএম
মাহমুদউল্লাহর অনুপ্রেরণার নাম ছেলে রাইদ
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপ মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখা হবে কি হবে না তা নিয়ে জল ঘোলা কম হয়নি। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ দলে রাখা হয় রিয়াদকে। যাকে ছেঁটে ফেলার পরিকল্পনা ছিল বিশ্বকাপের আগে সেই ’সাইলেন্ট কিলার খ্যাত’ রিয়াদ এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। এবারের আসরে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৫ ইনিংসে ২৭৪ রান করেছেন রিয়াদ।

দলের অন্যজনরা যখন ব্যাট হাতে ব্যর্থ তখন একাই লড়াই চালাচ্ছেন ’সাইলেন্ট কিলার’ খ্যাত এই ব্যাটার। 
ছয় মাস আগে তাকে রাখা হয়েছে বাতিলের খাতায়। কিন্তু সেই রিয়াদ ফিরেই দেখাচ্ছেন ব্যাট হাতে ম্যাজিক। হঠাৎ বদলে যাওয়া রিয়াদ কীভাবে এতটা সফল হলেন। জানা গেল মাহমুদউল্লাহর অনুপ্রেরণার কথা।

বিশ্বকাপ শুরুর পর এক ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণা দিয়েছিলেন তার বড় ছেলে রাইদ। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ পত্নী জান্নাতুল কাওসার মিষ্টি। ড্রেসিংরুমে এই ভিডিও দলের সদস্যদের নিয়ে একসঙ্গে বসে দেখেছেনও মাহমুদউল্লাহ।

ভিডিওটি প্রকাশ করে মিষ্টি লেখেন, “এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিলেন। এটা ছিল পুরোটাই চমক এবং টিম মিটিং রুমে অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে! আলহামদুলিল্লাহ সে এই বিশ্বকাপকে বিশেষ করে তুলতে পারে, মাশাআল্লাহ!”

ভিডিওতে বাবা মাহমুদউল্লাহর উদ্দেশে ছেলে রাইদকে বলতে শোনা যায়, “আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা বাবা, তুমি আমার গল্পের নায়ক।”

Link copied!