`সাইলেন্ট কিলার` মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশ দলে নেই উপস্থিতি। টানা দুই সিরিজ তিনি মূল স্কোয়াডের বাইরে। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তাকে স্কোয়াডে দেখা যাবে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির কথায় পাওয়া গেল সম্ভাবনার সুবাসই। তিনি জানালেন, তার মনে হচ্ছে রিয়াদ বিশ্বকাপ দলে থাকবেন।
রিয়াদের পারফর্ম্যান্সের চূড়ান্ত সুসময় এখন নেই- সত্য। তবে তাকে উপেক্ষা করার মতো সময়ও আসেনি। এমনকি বড় ইভেন্টে তার ব্যাটও হেসেছে বহুবার। অসংখ্য ম্যাচে ব্যক্তিগত পারফর্ম্যান্সে দলের জয় এনে নিয়ে `সাইলেন্ট কিলার` তকমাও জুটেছে তার। বিশ্বকাপের আগে সিরিজ খেলছেন না রিয়াদ, তাহলে ভারতের বিশ্বকাপে আদৌ তিনি থাকবেন দলের সাথে?
এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, "রিয়াদ স্কোয়াডে আছে কিন্তু তাকে একাদশে রাখা হচ্ছে না, এটা সত্যিই কঠিন। কিন্তু হৃদয় (তাওহীদ হৃদয়)-শান্তকে (নাজমুল হোসেন শান্ত) একাদশ থেকে বসানো যাবে, তাদের কিছুদিন বিশ্রামে রাখা যাবে। রিয়াদকে এক ম্যাচ না খেলালেই কথা উঠবে, আলোচনা হবে। এই বিষয় চিন্তা করেই বাদ (সিরিজ থেকে) দেওয়া হয়েছে।"