• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

ফাইনাল হেরে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৪৯ পিএম
ফাইনাল হেরে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

ম্যাচ শেষে মাঠ থেকে ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। কিন্তু হুট করেই ছড়িয়ে পড়ল উত্তেজনা। ড্রেসিং রুমে না ঢুকে লাফ দিয়ে গ্যালারিতে উঠে গেলেন মাহমুদউল্লাহ। প্রচণ্ড ক্ষেপে ছুটে গেলেন তিনি দর্শকদের একটি অংশের দিকে!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অঘোষিত ফাইনাল লড়াইয়ে আবাহনীর কাছে ৬ উইকেটে হারার পর দর্শকদের দুয়ো শুনে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন মোহামেডানের মাহমুদউল্লাহ। এসময় রেলিং টপকে গ্যালারিতে ঢুকে এক দর্শককে আক্রমণ করতে যান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এ সময় অন্য খেলোয়াড়, কর্মকর্তারা তাকে নিবৃত্ত করে মাঠে ফিরিয়ে আনেন।

জানা গেছে, ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শকের করা মন্তব্য শুনেই মাহমুদউল্লাহর ওরকম মেজাজ হারান। তবে ওই দর্শক ঠিক কী মন্তব্য করেছিলেন, সেটি জানা যায়নি।

মাহমুদউল্লাহর এমন আচরণ ভালোভাবে নেননি গ্যালারির দর্শকেরা। বিষয়টি নিয়ে মিনিট দশেক হট্টগোলও চলে গ্যান্ড স্ট্যান্ডে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি আজকের ম্যাচে ফিফটি করা এই ডানহাতি ব্যাটসম্যানকে।

আজ (২৯ এপ্রিল) শেষ হওয়া প্রিমিয়ার লিগের আগের ম্যাচগুলোতে খুব একটা দর্শকসমাগম দেখা যায়নি। আজ শিরোপা নির্ধারণী আবাহনী–মোহামেডান ম্যাচেও মিরপুরে দর্শক ছিল শ তিনেকের মতো।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুলের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬ আর অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৬৫ বলে অপরাজিত ৭৮ রানের সৌজন্যে করে ৯ ওভার ২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় চ্যাম্পিয়ন আবাহনী।

Link copied!