ইউক্রেনের নারী তারকা ৩২ বছর বয়সী লুডমিলা কিচেনক চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের মাঝপথে নিজের বিয়ের তারিখ চূড়ান্ত করে রেখেছিলেন। তার ধারণা ছিল লাটভিয়ার ইউলেনা অস্টাপেঙ্কাকে নিয়ে নারীদের দ্বৈত ইভেন্টে হয়তো সেমিফাইনালেই উঠতে সক্ষম হবেন না।
কিন্তু সেমিফাইনালে উঠার পর কিচেনক স্থগিত রাখেন বিয়ের অনুষ্ঠান। যেদিন সেমিফাইনাল, সেদিনই তার বিয়ের তারিখ ছিল। কিন্তু সেমিফাইনালে উঠায় সেটা আর সম্ভব হয়নি। কিচেনকের এই বিয়ের তারিখ স্থগিত করা তার জন্য সার্থক হয়েছে। কারণ, তিনি শুধুমাত্র সেমিফাইনালই নয়, ফাইনাল জিতে ক্যারিয়ারে প্রথম বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন।
কিচেনক ও অস্টাপেঙ্কা জুটি ফাইনালে সরাসরি ৬-৪ ও ৬-৩ সেটে পরাজিত করেন ক্রিস্টিনা ম্লাদেনভিচ ও ঝাং শুয়াই জুটিকে। সপ্তম বাছাই ছিলেন কিচেনক ও অস্টাপেঙ্কা জুটি।
এখন শিরোপা জয়ের আনন্দ নিয়ে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে পারবেন কিচেনক।