• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬
প্যারিস অলিম্পিক

বন্ধুকে প্রেম নিবেদন নারী ক্রীড়াবিদের, সাক্ষী পুরো গ্যালারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ১১:৪৬ এএম
বন্ধুকে প্রেম নিবেদন নারী ক্রীড়াবিদের, সাক্ষী পুরো গ্যালারি
বন্ধুর সঙ্গে অ্যালিস ফিও। ছবি: সংগৃহীত

সাধারণত নারীর প্রতি প্রেম নিবেদন করতে দেখা যায় পুরুষকে। কিন্তু চলতি প্যারিস অলিম্পিকে ভিন্ন চিত্র দেখা গেল। সেখানে এক নারী ক্রীড়াবিদ গ্যালারিতে তার এক বন্ধুকে প্রেম নিবেদন করলেন। আর তার সাক্ষী হয়ে রইল পুরো গ্যালারির দর্শকরা। 

অলিম্পিকে নারীদের স্টিপলচেজে পদক জিততে পারেননি ফ্রান্সের অ্যালিস ফিও। হয়েছেন চতুর্থ। ইউরোপীয় রেকর্ডধারী ফিওকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন তার পুরুষ বন্ধু। যিনি আবার স্পেনের। দৌড় শেষ করে ফিও ছুটে যান তার বন্ধুর কাছে। হাঁটু গেড়ে তাকে প্রেম নিবেদন করেন ফিও। প্রথমে কিছুটা হতবাক হয়ে ছিলেন। পরে তিনি ফিওকে জড়িয়ে ধরেন। 

চুম্বনের দৃশ্য উপভোগ করল প্যারিস অলিম্পিকের মূল স্টেডিয়ামের পুরো গ্যালারি। তারা  চিৎকার করে তাদের প্রেমকে অভিনন্দন জানান। অলিম্পিকে পদক জিততে না পারলেও ফিও জিতে নিয়েছেন দর্শকদের হৃদয়।

Link copied!