চার বছর পরও ফাইনালে এসে দুর্দশা কাটল না ইংল্যান্ডের। চার বছর আগে ২০২০ সালের ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হওয়ার পর এবার স্পেনের কাছে হারতে হল। পর পর দু’টি ফাইনালে হেরে বিধ্বস্ত ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। জানালেন, এই হার ভুলতে অনেক দিন লাগবে।
রোববার ম্যাচের পর হ্যারি কেন বলেন, ‘ফাইনালে হার বাকি সব কিছুর থেকে কঠিন। ম্যাচে আমরা দারুণভাবে ফিরে এসেছিলাম। ১-১ করে ফেলেছিলাম। সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা বল ধরে রাখতে পারিনি। তার শাস্তি পেয়েছি। জানি না এখন কী বলা উচিত। অনেক দিন ধরে এই হারের ব্যথা থাকবে। কোনও ফুটবল ম্যাচে এত ব্যথা এই প্রথম পেলাম।’
তিনি বলেন, ‘ঠিক মতো নিজেদের পায়ে বল ধরে রাখতে পারিনি। অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। মানসিক ভাবে খেলা থেকে হারিয়ে গিয়েছিলাম। প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ওদের মতো বল পায়ে রাখতে পারিনি আমরা। এই মুহূর্তগুলোই আসল সময়ে বড় হয়ে যায়। শেষ দিকে ওরা একটা গোললাইন সেভ করল। ওটা গোল হলে অনেক কিছুই হতে পারত। খুব কঠিন প্রতিযোগিতা ছিল আমাদের কাছে। এখন আমরা প্রচণ্ড হতাশ।’