সামনেই ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই বড় আসরে নামার আগে শেষ প্রীতি ম্যাচ কঠিন করে জিতলো শক্তিশালী দল জার্মানি। অন্যদিকে এবারের ইউরোতে সুযোগ না পাওয়া আইসল্যান্ডের কাছে ঘরের মাঠে হেরেই বসলো অন্যতম ফেবারিট ইংল্যান্ড দল।
শুক্রবার রাতে ওয়েম্বলিতে ১২ মিনিটেই আইসল্যান্ডকে এগিয়ে দেন থরসটেইনসন। তার দুর্দান্ত গোলে ইংলিশরা পিছিয়ে পড়ে। ইংলিশ ফুটবল দলের মাঝমাঠে ছিল না কোনো সৃজনশীলতা। আক্রমণেও ছিল না কোনো ধার।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে বুকায়ো সাকা, আলেক্সান্ডার আর্নল্ড, এবারেসি ইজেকে নামালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সাউথগেটের দল। ফলে ১-০ গোলের ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতে হারের তিক্ত স্বাদ পেল ইংলিশরা।
অন্যদিকে ঘরের মাঠে বেশ কষ্টসাধ্য জয়ই পেয়েছে জার্মানি। শেষ সময়ের গোলে গ্রিসকে তারা ২-১ ব্যবধানে হারায় জার্মানরা।
৩৩ নিনিটে গ্রীসের মাসুরাস গোল করে এগিয়ে দেন। ২০০৪ ইউরোর চ্যাম্পিয়নদের বিপক্ষে জার্মানিকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৫৬ মিনিট পর্যন্ত। কাই হাভের্টজ গোল করে দলকে সমতায় ফেরান। ৮৯ মিনিটে গ্রস গোল করে জার্মানদের জয় নিশ্চিত করেন।