প্রথম ভারতীয় হিসেবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন উন্মুক্ত চাঁদ। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ভারতের নাগরিক নয়, আমেরিকার নাগরিক হিসেবেই বিপিএলে খেলবেন তিনি।
বুধবার (৪ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে বিপিএলে খেলা নিয়ে নিজের প্রতিক্রিয়ার জানিয়েছনে উন্মুখ। সেখানে বাংলাদেশে খেলতে উপভোগ করেন বলে জানান তিনি।
উন্মুখ বলেন, “আমি বাংলাদেশে খেলতে উপভোগ করি সবসময়। ঢাকা প্রিমিয়ার লিগে ৩-৪ বছর খেলেছি আমি, সেখানেও আমি দারুণ উপভোগ করেছি।”
বাংলাদেশ ক্রিকেটের উন্নতি সম্পর্কেও দারুণ আশাবাদী উন্মুখ। তার মতে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে টাইগারদের পারফর্ম ভালো কিছুরই ইঙ্গিত দেয়।
“আমরা সবাই জানি টেস্ট ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ কতটা ভালো খেলেছে। এছাড়া অনেক বাংলাদেশি ক্রিকেটার বিভিন্ন লিগে ডাক পাচ্ছেন, পারফর্ম করছেন। এটা আসলে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে তারই প্রমাণ” যোগ করেন তিনি।
বিপিএল, বিগব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো সবসময়ই খেলতে চাইতেন বলে জানিয়েছেন উন্মুখ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের শর্ত অনুযায়ী আগে খেলতে পারেননি। তবে ভারত ছাড়ার পর এখন খেলতে পারছে, যেটার নিজের জন্য ভালো দিক হিসেবে দেখছেন তিনি।
উন্মুখ বলেন, “আমি সবসয় এইসব লিগ (বিগ ব্যাশ, বিপিএল) খেলতে চেয়েছি, কিন্তু পারিনি বিসিসিআইয়ের নিয়মের জন্য। এখন ভারত ছেড়ে আসার পর পুর বিশ্বে খেলার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা প্রান্তে ভালো ভালো ক্রিকেটারদের সাথে খেলতে পারা একজন ক্রিকেটারের জন্য খুবই ভালো দিক।”