• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬
ইংলিশ প্রিমিয়ার লিগ

ফের নটিংহ্যামের সঙ্গে ড্র লিভারপুলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০১:৩৭ পিএম
ফের নটিংহ্যামের সঙ্গে ড্র লিভারপুলের
জটার গোলে স্বস্তি আসে লিভারপুলের। ছবি : সংগৃহীত

পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বলে সুতোয় কিছুটা ঢিল দিয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের মঙ্গলবারের ম্যাচ দেখে সেটাই মনে হচ্ছে। ফলে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পর পর দুই ম্যাচ ড্র করলো লিভারপুল।

৬৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের বদলি হিসেবে নামলেন কস্তাস সিমিকাস ও দিয়েগো জটা। আর ৬৬ মিনিটেই সেই সিমিকাস আর জটার সূত্রে লিভারপুলের গোল। সিটি গ্রাউন্ডে জমা হওয়া হাজারখানেক লিভারপুল ভক্তদের উল্লাস আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের মনে এলো স্বস্তি। চলতি মৌসুমে লিভারপুলকে এর আগে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে কেবল একটা দল। সেটা এই নটিংহ্যাম ফরেস্টই। তাদের বিপক্ষে ড্র করাটাও লিভারপুলের জন্য যেন খানিক স্বস্তির।

এই ম্যাচেও শুরুতে পিছিয়েই পড়েছিল লিভারপুল। মাত্র অষ্টম মিনিটেই নিজেদের প্রথম সুযোগেই এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার থ্রু বল বক্সে পেয়ে ফার্স্ট টাচের নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ক্রিস উড।

মাঠে নামার ২২ সেকেন্ড পরই দলকে সমতায় ফেরান জটা। কস্তাস সিমিকাসের কর্নারে হেডে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

দুই মিনিট পর আরেকটি সুযোগ পায় লিভারপুল। কাছ থেকে জটার শট ব্যর্থ করে দেন নটিংহ্যাম গোলরক্ষক মাটস সেলস।

ড্র করে অবশ্য লিভারপুলের সামনে দুঃসময় চোখ রাঙাচ্ছে আরও একবার। ডিসেম্বরের শেষটা টেবিলের ওপরে শেষ করে বেশ কয়েকবারই জানুয়ারি মাসে হোঁচট খেতে হয়েছে তাদের। বড়দিনে লিগ টেবিলের শীর্ষে থেকেও শেষ ১৫ বছরে অন্তত  ৩ বার শিরোপা জিততে না পারার যন্ত্রণাও সইতে হয়েছে লিভারপুলকে। চলতি জানুয়ারি মাসেও প্রিমিয়ার লিগে তাদের দেখতে হচ্ছে পরপর দুই ড্র।

যদিও ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে অলরেডরা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে নটিংহ্যাম। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।

Link copied!