• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬
ইংলিশ প্রিমিয়ার লিগ

ফুলহামের বিপক্ষে হারতে হারতে বেঁচে গেল লিভারপুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৯:৪৮ এএম
ফুলহামের বিপক্ষে হারতে হারতে বেঁচে গেল লিভারপুল
রবার্টসনকে লাল কার্ড দেখালে রেফারির সঙ্গে তর্ক করেন লিভারপুলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল লিভারপুল নিজেদের মাঠে হারতে হারতে বেঁচে গেল। শনিবার আনফিল্ডে এক ম্যাচে তুলনামূলক দূর্বল দল ফুলহামের সঙ্গে কোনোমতে ২-২ গোলে ড্র করে অলরেডরা। 

ম্যাচের ১১ মিনিটে পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহাম। এরকিছু সময় পরে লিভারপুলের রবার্টসন লাল কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কার হলে লিভারপুলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই গাকপোর গোলে সমতা আনে লিভারপুল। ৭৬ মিনিটে মুনিজ গোল করে আবারও ফুলহামকে এগিয়ে দেন। সংগ্রাম শুরু হয় লিভারপুলের হার এড়ানোর। ৮৬ মিনিটে গোলের দেখা পেয়ে সমতা আনে লিভারপুল। এরপর তারা ড্র রাখতে সমর্থ হয়। 

প্রায় ৮০ মিনিট ১০জন নিয়ে খেলে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লিভারপুলকে। 

যদিও ৩৬ পয়েন্ট নিয়ে এখনো তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। ফুলহাম আছে নবম স্থানে ২৪ পয়েন্ট পেয়ে।

Link copied!