মোহাম্মদ সালাহ জোড়া গোল করলেও জয় পেল না তার দল লিভারপুল। তবে ছয় গোলের রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করলো দর্শকরা।
বুধবার রাতে সেইন্ট পার্ক স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লিভারপুল ও স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডের মধ্যকার এক ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। প্রথমার্ধে নিউক্যাসল ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের বাকি পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
৩৫ মিনিটের সময় নিউক্যাসলের আইসাক গোল করে দলকে এগিয়ে দেন। ৫০ মিনিটে জোনস গোল করে সমতা আনেন লিভারপুলের হয়ে। ৬২ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় নিউক্যাসল। গোল করেন গর্ডন। এরপর একে একে দুটি গোল করেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এতে জয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল লিভারপুলের। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে নিউক্যাসলের ফাবিয়ান শার গোল করলে লিভারপুলের জয়ের আশা নষ্ট হয়ে যায়।
তবে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে অলরেডরা। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি।