মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ তার পায়ের জাদুতে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়াম থেকে লিভারপুলের জন্য মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসেছেন।
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের বড় দুই দলের ম্যাচটি শেষ হয় ২-২ গোলে। দারুণ আক্রমণাত্মক ম্যাচের ৯ মিনিটের সময় গোল করে গানারদের এগিয়ে দেন সাকা। এরপর ১৮ মিনিটের সময় গোল করে সমতা আনেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইক।
ম্যাচের ৪৩ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় আর্সেনাল দল। এই গোলটি করেন মেরিনো। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা আনার জন্য লড়াই করতে থাকে লিভারপুল। অবশেষে দলকে হারের কবল থেকে রক্ষা করেন সালাহ।
নুনেজের পাসে দারুণ এক গোল করে নিজেই আবার ইতিহাসের অংশ হয়ে যান সালাহ। এটা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে তার ১৬৮তম গোল। এতে করে সালাহ এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের তালিকায় আট নম্বরে উঠে এলেন।
এই ম্যাচ জিতলে লিভারপুল পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে আসত। কিন্তু তা না হওয়ায় ম্যানসিটি শীর্ষ স্থানেই রয়ে গেল ২৩ পয়েন্ট নিয়ে। লিভারপুলের সংগ্রহ ২২ পয়েন্ট।