• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

লিভারপুল সেরা, নতুন ‘রাজা’ সালাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১১:৪১ এএম
লিভারপুল সেরা, নতুন ‘রাজা’ সালাহ
মোহাম্মদ সালাহ, ক্যারিয়ারের তুঙ্গে এখন

৩৫ বছর পর রোববার অ্যানফিল্ড স্টেডিয়ামে লিভারপুল আবারও শীর্ষে উঠল টটেনহামকে গোলবন্যায় ভাসিয়ে। একটি পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণের ম্যাচে লন্ডন থেকে যাওয়া অতিথিদের ৫-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করেছে লিভারপুল। ৩৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮২, সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম পার করছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে আবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বানানোর পেছনে বড় ভূমিকা তার, মৌসুমের শুরু থেকে একের পর এক গোল করে যাচ্ছেন এই মিসরীয় ফরোয়ার্ড।

অ্যানফিল্ডে লিভারপুলের লাল উৎসব

শুধু গোল করাতেই নয়, করানোতেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে সালাহ। এ মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি গোলে সহযোগিতাসহ ৪৬ গোলে অবদান রেখেছেন তিনি, যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ অবদানও বটে।  

তবে রোববার টটেনহামের বিপক্ষে লিভারপুলের শিরোপা নিশ্চিত করার পথে করা দলের চতুর্থ গোলটি নিশ্চিতভাবেই সালাহর জন্য বিশেষ। এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ডে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি সের্হিও আগুয়েরোকে টপকে গেলেন সালাহ।

গাকপোর সঙ্গে কার্টিস জোন্স

২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাস গড়া আগুয়েরো। কিন্তু লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি। চেলসি এবং লিভারপুলের হয়ে এই গোলগুলো করেছেন সালাহ। যেখানে লিভারপুলের হয়ে ১৮৩ গোল এবং চেলসির হয়ে ২টি গোল।

ইতিহাস গড়া মৌসুম পার করা সালাহ গতকাল লিভারপুলের হয়ে আরেকটি লিগ জয়ের পর বলেছেন, ‘এটাই লিভারপুল ক্যারিয়ারে আমার সেরা মুহূর্ত। আমি জানি, আমি এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি কিন্তু সেটা বিশেষ ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জিততে পারা এবং এমন প্রভাব রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’

Link copied!