একচেটিয়া আক্রমণ চালিয়ে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ডের তারকা দল লিভারপুল। ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের শক্তিশালী ফুটবল ক্লাব স্পার্টা প্রাগকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ক্লপের শিষ্যরা।
খেলার ৭ মিনিটে প্রথম গোল করেন নুনিয়েজ। মিনিট খানেক পর গোলকিপারকে বোকা বানিয়ে লিড ২-০ করেন ববি ক্লার্ক। খেলার ১০ মিনিটে ক্লার্কের পাস থেকে ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ সালাহ। ১৪ মিনিটে সালাহর পাস থেকে জোরালো শটে নিজের প্রথম গোল করেন গাকপো। ৪২ মিনিটে ১ গোল শোধ করে স্পার্টা প্রাগ। প্রাগের হয়ে একমাত্র গোল করেন বিরমানসেভিক। ৪-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে খেলার ৪৮ মিনিটে মিশরীয় তারকা সালাহর পাস থেকে গোল করেন জবোজলাই। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। স্পার্টা প্রাগ পায় ৬ গোলের লজ্জা।
এরআগে, প্রথম লেগে ৫-১ গোলে জিতেছিল লিভারপুল। এতে ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে দুই লেগ মিলিয়ে ১১-২ ব্যবধানে প্রাগকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পা রাখলো অলরেডরা।