রোববার বাংলাদেশ দল ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসরের জন্য। কিন্তু সেই দলে জায়গা হয়নি লিটন কুমার দাসের। আর এই দিনেই লিটন চলমান বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঝোড়োগতির এক অপরাজিত সেঞ্চুরি করেন। তার সঙ্গে অপর ওপেনার তানজিদ হাসান তামিমও সেঞ্চুরি করেছেন। এই দুই সেঞ্চুরির সুবাদে ঢাকা টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে।
দলীয় ২৪১ রানের সময় ২৪ বছর বয়সী তরুণ ব্যাটার তামিম আউট হন। তিনি ৬৪ বলে ১৬৮.৭৫ স্ট্রাইকরেটে ৬টি চার ও ৮টি ছক্কায় ১০৮ রান করেন। আন্তর্জাতিক অঙ্গনে না থাকলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।
এরআগে ঘরোয়া বা আন্তর্জাতিক অঙ্গনে লিটনের কোনো সেঞ্চুরি নেই। ফলে এটা ছিল তার প্রথম সেঞ্চুরি। ৩০ বছর বয়সী লিটন মাত্র ৫৫ বলে ২২৭.২৭ স্ট্রাইকরেটে অপরাজিত ১২৫ রান করেন। আর তার এই ঝোড়ো ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি বিশাল ছক্কার মার। লিটনের সঙ্গে সাব্বির রহমান ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
রাজশাহীর হয়ে একমাত্র উইকেটটি লাভ করেন শফিউল ইসলাম ৬২ রান দিয়ে।
ঢাকার এই ইনিংসে বেশ কিছু দলীয় ও ব্যক্তিগত রেকর্ড সৃষ্টি হয়েছে। ঢাকার এই সংগ্রহ বিপিএলের ইতিহাসে দলীয় সর্বাধিক রান। এর আগে কুমিল্লা একাদশ আসরে চিটাগাং কিংসের বিপক্ষে ৩ উইকেটে ২৩৯ রান করেছিল। প্রথম বা যে কোনো জুটিতে সর্বাধিক রান করলেন এবার লিটন ও তামিম। এরআগে ২০১৭ সালের বিপিএলে রংপুরের ক্রিস গেইল ও বেন্ডান ম্যাককালাম দ্বিতীয় জুটিতে ২১০ রান করেছিলেন ঢাকার বিপক্ষে। লিটন ব্যক্তিগতভাবে তৃতীয় সর্বাধিক রান করলেন। এর আগে ক্রিস গেইল রংপুর রাইডার্সের হয়ে অপরাজিত ১৪৬ ও অপরাজিত ১২৬ রান করেছিলেন বিপিএলের পঞ্চম আসরে।