• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

২০২৬ পর্যন্ত নতুন চুক্তিতে লিওনেল স্কালোনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৪:৪৮ পিএম
২০২৬ পর্যন্ত নতুন চুক্তিতে লিওনেল স্কালোনি

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই কৃতিত্বের সিংহভাগ দাবিদার দলের কোচ লিওনেল স্কালোনি। তাই সহজেই কোচকে হাতছাড়া করতে চাইবে না আর্জেন্টিনা। সোমবার আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।

স্কালোনি ২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত বছরের ডিসেম্বরে কাতারে লিওনেল মেসির দলকে গৌরব অর্জনের জন্য গাইড করেছিলেন। প্যারিসে ফিফা সেরা পুরস্কারে অংশ নেওয়ার সময় নতুন চুক্তিতে সম্মত হন এই কোচ।

আর্জেন্টাইন ফুটবল প্রধান ক্লাউডিও তাপিয়া ও লিওনেল স্কালোনি ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য চূড়ান্ত বৈঠক করেছেন। ৪৪ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনাকে ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা এনে দিয়েছেন। ১৯৯৩ সালের পর আলবিসেলেস্তেদের এটাই প্রথম আন্তর্জাতিক শিরোপা। এরপর ফাইনালিসিমা ও বিশ্বকাপ জয়।

রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপে শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর স্কালোনিকে দায়িত্ব দেওয়া হয়। জর্জ সাম্পাওলির কাছ থেকে কোচের দায়িত্ব নেন তিনি। প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন তিনি।

প্রধান কোচ হিসেবে স্কালোনির কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এবং ফেডারেশন সাম্পাওলির উত্তরসূরি খোঁজার সময়টুকু মানে মাত্র দুই মাস দায়িত্বে থাকার কথা ছিল তার। তবে ভাঙা দলটিকে জোড়া লাগিয়ে তিনি বিশ্বকাপের সোনালি ট্রফিও উপহার দিতে পেরেছেন।

Link copied!