প্রত্যেকেই হতে চায় লিওনেল। না পারলেও সন্তানের নাম অন্তত আর্জেন্টিনার নায়কের নামে নামকরণ করতে চায় যে তাদের দেশকে ইতিহাসে তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ পাইয়ে দিয়েছে।
ডিসেম্বরে ফ্রান্সের বিপক্ষে লিওনেল মেসি এবং তার দলের কাতার জয়ের প্রেক্ষিতে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্ট্রি অফিস লিওনেল বা লিওনেলা নামের বাচ্চাদের নামকরণের হার ৭০০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে।
পরিসংখ্যানগুলো আর্জেন্টাইন অধিনায়কের সত্যিকারের জনপ্রিয়তা প্রকাশ করে। যিনি ২৪ জুন, ১৯৮৭ সালে রোজারিওতে জন্মগ্রহণ করেছিলেন।
অফিসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত লিওনেল বা লিওনেলা নামের জন্য প্রদেশে মাসে ছয়টা নিবন্ধন ছিল। কিন্তু নভেম্বরে শুরু হওয়া বিশ্বকাপের আগে অঙ্কটা বাড়তে শুরু করেছে। অক্টোবর এবং নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের সম্মানে ৩২টি নাম নিবন্ধন করা হয়েছিল।
৩১ ডিসেম্বর পর্যন্ত পুরো প্রদেশ জুড়ে ৪৯টি লিওনেল বা লিওনেলা নাম নিবন্ধন হয়েছে। যা সেপ্টেম্বরের তুলনায় ৭০০ শতাংশ বেশি। এর মধ্যে ২২জন রোজারিও থেকে, ২০জন সান্তা ফে থেকে এবং ৭জন বাকি প্রদেশের।
২০১৪ সালে রোজারিও শহর শিশুদের "মেসি" নামকরণে নিষেধাজ্ঞা জারি করেছিল। কর্মকর্তারা দাবি করেছিলেন যে, তারকার নামের ব্যবহারে আধিক্য আদমশুমারী কর্মীদের মাথাব্যথার কারণ হবে।