বিশ্বের সর্বকালের অন্যতম সেরা নারী আলপাইন স্কি রেসিং তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের লিন্ডসে ভন বলেছেন, তিনি নিজের বর্তমান পারফরম্যান্সে মুগ্ধ এবং অবাক হচ্ছেন এই ভেবে যে, খেলাটিতে তার প্রত্যাবর্তন কতটা ভাল হচ্ছে। প্রায় ছয় বছর আগে আঘাতের কারণে স্কি রেসিং ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই স্কি সুন্দরী।
অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে কয়েকবার স্বর্ণপদক এবং ৮২ বার বিশ্বকাপের শিরোপা জেতা ভন তার বর্ণাঢ্য ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় পর হাটুর এক সমস্যায় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অবসর নিয়েছিলেন।
কিন্তু টাইটানিয়াম হাঁটু প্রতিস্থাপন করার পর তিনি ব্যাথামুক্ত হন। এরপর ফের স্কি খেলায় ফিরে আসেন।
স্কি খেলায় ফেরার পর গত ডিসেম্বরে প্রথম বার বিশ্বকাপে অংশ নেন। সেখানে ১৪তম স্থান অর্জন করেন ৪০ বছর বয়সী স্কি তারকা ভন। গত সপ্তাহে অস্ট্রিয়ার সেন্ট অ্যান্টনে সুপার-জি এবং ডাউনহিল রেসে যথাক্রমে চতুর্থ এবং ষষ্ঠ স্থান লাভ করে কৃতিত্ব দেখান তিনি।
তিনি শনিবার উতরাইতে এক আসরে ২০তম স্থান অর্জন করেন।
এর আগে যখন স্কিয়ার ভন খেলা ছেড়ে দেন, তখন তিনি নিজস্ব ব্যবসার পাশাপাশি ফ্লাইবোর্ড, ওয়েকবোর্ড এবং টেনিস খেলা শেখার দিকে মনোনিবেশ করেছিলেন।
ভন যদি ভবিষ্যতে বিশ্বকাপ জয় করতে পারেন, তাহলে তিনি হবেন সবচেয়ে বয়স্ক পুরুষ বা মহিলা চ্যাম্পিয়ন।