• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বার্সার জয়ে লেভানদোভস্কির হ্যাটট্রিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০১:৫০ পিএম
বার্সার জয়ে লেভানদোভস্কির হ্যাটট্রিক
হ্যাটট্রিক করার পর বার্সার লেভানদোভস্কির উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

চলতি স্পেন ফুটবল লিগের (লা লিগা) এক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমে গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর টানা দুই গোল হজম করে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সেখান থেকে হ্যাটট্রিক করে বার্সাকে ৪-২ ব্যবধানে দারুণ একটি জয় উপহার দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি।

সোমবার রাতে বার্সার ঘরের মাঠে কঠিন লড়াইয়ে মেতে উঠে ভ্যালেন্সিয়া। হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচের ৩৪ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়েও যায় অতিথিরা। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করেন বার্সার ফার্মিন লোপেজ। এরপর ভ্যালেন্সিয়ার হয়ে টানা দুই গোল করেন হুগো দুরো (২৭ মিনিটে) ও পেপেলু (৩৮ মিনিটে পেনাল্টি থেকে)।

বিপত্তি ঘটে প্রথমার্ধের ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে (৪৫+৪)। গোল এরিয়ায় হ্যান্ডবল করে লালকার্ড দেখেন ভ্যালেন্সিয়ার জর্জি মামারদ্যাশভিলে। ফলে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। যে কারণে বার্সার জয় তুলে নেওয়া হয়ে যায় সহজ।

ভ্যালেন্সিয়া ১০ জনের দল পেয়ে সুযোগ দারুণভাবে কাজে লাগান লেভানদোভস্কি। বলতে গেলে বিরতি থেকে এসেই নিজের প্রথম গোল করেন পোল্যান্ডের এই তারকা ফুটবলার। ৪৯ মিনিটে গোলটি করেন তিনি। এতে ২-২ গোলে সমতায় ফেরে বার্সা।

এরপর ৮২ মিনিটে লেভানদোভস্কির দ্বিতীয় গোলে বার্সা এগিয়ে যায় ৩-২ গোলে। অতিরিক্ত সময়ে (৯৩ মিনিটে) গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বার্সা ফরোয়ার্ড (৪-২)।

৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সা। আর সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তৃতীয়স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৭১।

Link copied!