জার্মানীর শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেন রূপকথা চলছেই। ফ্র্যাঙ্কফোর্টকে ৫-১ গোলে উড়িয়ে টানা ৪৮ ম্যাচ ধরে অপরাজিত জাবি আলোনসোর শীষ্যরা।
বুন্দেসলিগায় দূরন্ত লেভারকুসেনের জয়রথ ছুটছেই। ডাচ ব্যাংক পার্কে গোল বন্যার শুরু গ্রানিত শাকার কল্যাণে। যদিও প্রথমার্ধেই হুগো একিটিকের গোলে সমতায় ফিরেছিলো স্বাগতিকরা। কিন্তু এরপর থেকে শুধুই দ্যা কোম্পানিস ইলেভেনদের রাজত্ব। একে একে স্কোরশিটে নাম তোলেন শিক, প্যালাসিওস, ফ্রিমপং ও বনিফেস।
ইউরোপের ফুটবল লিগের ইতিহাসে বেনফিকার গড়া ৫৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে লেভারকুসেন। পর্তুগীজ ক্লাবটির সমান ৪৮ ম্যাচ ধরে যে অপরাজিত অ্যালনসো শীষ্যরা। বৃহস্পতিবার রোমার বিপক্ষে ইউরোপা লিগের দ্বিতীয় লেগ ঘরের মাঠ বে অ্যারেনা বলেই সে সম্ভাবনা প্রবল। যেখানে ২-০ এগ্রিগেটে এগিয়ে লেভারকুসেন। রোমাকে হারালেই এককভাবে অপরাজিত থাকার রেকর্ডটি নিজেদের দখলে আনবে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন লেভারকুসেন।