• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশকে মজা নিতে দিন, টাইগারদের খোঁচা মেরে বললেন রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৬:১৬ পিএম
বাংলাদেশকে মজা নিতে দিন, টাইগারদের খোঁচা মেরে বললেন রোহিত
রোহিত শর্মা । ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। চেন্নাইয়ের তীব্র গরমের মধ্যে আসন্ন সিরিজটিও উত্তাপ ছড়াচ্ছে। সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশকে সমীহ করছেন ভারতের সাবেকদের কেউ কেউ। দেশ ছাড়ার আগে জয়ের আশাবাদই ব্যক্ত করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে এবার রীতিমতো পাল্টা হুমকি দিয়ে রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিষয়টি নিয়ে কদিন আগে রোহিতদের একপ্রকার সতর্কই করে দিয়েছিলেন সুনীল গাভাস্কার। যদিও ভারত অধিনায়ক সেসব নিয়ে ভাবতে নারাজ।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব দল চায় ভারতকে হারাতে। আমাদের হারিয়ে আনন্দ পেতে চায়। তাদের (বাংলাদেশ) মজা নিতে দিন। অনেক ধরনের দলের বিপক্ষে খেলেছি। আমরা শুধু নিজেদের খেলা নিয়েই ভাবব। ইংল্যান্ড এখানে (ভারত) খেলতে এসে সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলেছিল। সেই সময়ও আমরা আমাদের কাজটা করেছি। কোন দলের বিপক্ষে খেলছি ভাবি না। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

রোহিতের সংযোজন, ‘বাংলাদেশ আমাদের কাছে কোনো অনুশীলন সিরিজ নয়। সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সে যেখানেই খেলি। আমরা জিততে চাই। এই টেস্ট এবং সিরিজ আমরা জিততে চাই। খুব বেশি দূরের দিকে তাকাচ্ছি না। সকলকে দলে ফিরে পেয়ে ভালো লাগছে।’

এদিন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুলকে নিয়েও আলাদা করে বললেন রোহিত। তিনি বলেন, ‘বিশ্বে খুব কম ক্রিকেটারই রয়েছে, যারা সারা জীবন ফর্মে থাকে। রাহুল কেমন ক্রিকেটার সেটা সবাই জানে। আমরা রাহুলকে সব ম্যাচে খেলাতে চাই। সেটা ওকে বলা হয়েছে। আমরা চাই ওর মধ্যে থেকে সেরাটা বার করে আনতে।’

উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

Link copied!