আর বেঁচে নেই তিনি। ব্যালন ডি’অর খেতাবজয়ী স্কটল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেনিস ল মারা গেছেন। শুক্রবার তার পরিবার এই খবর নিশ্চিত করেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার পরিবার জানিয়েছে, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের বাবা ডেনিস ল আর নেই। তিনি একটি কঠিন যুদ্ধ করেছেন, অবশেষে তিনি এখন শান্তিতে আছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা তার সুস্থতার জন্য যত্ন করেছেন। আমরা জানি যে লোকেরা তাকে কতটা ভালোবাসে।’
ডেনিসকে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। স্যার ববি চার্লটন এবং জর্জ বেস্টের সঙ্গে ‘ইউনাইটেড ট্রিনিটি’ পার্টনারশিপে তার ভূমিকার জন্য স্মরণ করা হয়। এই ত্রয়ী ওল্ড ট্রাফোর্ডের বাইরে একটি ভাস্কর্যে অমর হয়ে আছেন।
খেলোয়াড়ি জীবনে স্কটল্যান্ডের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন সাবেক স্ট্রাইকার। ক্লাবের হয়ে ৪০৪ ম্যাচে ২৩৭ গোল করে ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ১৯৬৪ সালে ব্যালন ডি’অর জেতেন। দেশের হয়ে ৫৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ডেনিস। জাতীয় দল জার্সিতে করেছেন ৩০ গোল, যা তাকে স্কটল্যান্ডের সর্বকালের যৌথ সর্বোচ্চ স্কোরার করে তোলে। ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হয়েছিলেন ডেনিস ল।