ব্রিটিশ নারী দৌড়বিদ লরা মুইর ও জেমা রেকি স্টকহোমে চলমান ডায়মন্ড লিগে শিরোপা জিতেছেন।
তবে স্বাগতিক দেশ সুইডেনের পুরুষ পোল ভল্ট তারকা আরমান্ড ডুপ্লান্টিস আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন।
অলিম্পিক রৌপ্যপদক জয়ী ৩১ বছর বয়সী মুইর অসাধারন গতি দেখিয়েছেন। তিনি ১৫০০ মিটার দৌড় শেষ করেন ৩ মিনিট ৫৭.৯৯ সেকেন্ডে।
শিরোপা জেতার পর মুইর বলেন, ‘আমি এখন যেই গতি ও কৌশল অবলম্বন করছি তা আরও কয়েক মাস চালিয়ে যাবো প্যারিস অলিম্পিক পর্যন্ত।’
মুইর গত সপ্তাহে ইউজিনের ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেন ৩ মিনিট ৫৬.৩৫ সেকেন্ডে।
মুইরের আরেক স্বদেশি ২৬ বছর বয়সী রিকি নারীদের ৮০০ মিটার দৌড়ের শিরোপা জেতেন।
অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়ন ডুপ্লান্টিস নবমবারের মতো পুরুষদের পোল ভল্টের বিশ্ব রেকর্ড ভাঙতে গিয়েও পারেননি। ঘরের দর্শকদের উল্লাসের মধ্য দিয়ে তিনি প্রায় লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য তা আর সম্ভব হয়নি।
জ্যামাইকার বিশ্ব চ্যাম্পিয়ন শেরিকা জ্যাকসন মহিলাদের ২০০ মিটার স্প্রিন্ট জিতে নেন মৌসুমের সেরা টাইমিং ২২.৬৯ সেকেন্ডে।