পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারেনি, সেইসঙ্গে তারা হারিয়েছে দলের অলরাউন্ডার কুপার কনোলিকেও।
পার্থে রোববার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালে মোহাম্মদ হাসনাইনের বলে চোট পেয়ে যখন মাঠ ছাড়েন কনোলি, তখনই উঁকি দেয় শঙ্কা। সেটাই সত্যি হলো। বাঁ হাতে চিড় ধরা পড়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কনোলি।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে পেসার হাসনাইনের শর্ট বল পুল করতে গিয়ে গড়বড় করে ফেলেন কনোলি। বল ছোবল দেয় তার গ্লাভসে। ওই মুহূর্তে তেমন কিছু মনে হয়নি তার।
পরের বলটি খেলার পর ব্যথা অনুভব করেন কনোলি। এরপর ফিজিও এসে অবস্থা মূল্যায়ন করার পর মাঠ ছেড়ে যান তিনি। কিছুক্ষণ পরই করা হয় তার স্ক্যান। যেখানে ধরা পড়ে চিড়।
গত সেপ্টেম্বরে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ২১ বছর বয়সী কনোলির। পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা পাননি তিনি। তৃতীয় ম্যাচে ফিরে সাত রান করেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
কনোলির ফেরার ম্যাচে ৮ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডে জেতার পর টানা দুই ম্যাচের পরাজয়ে সিরিজও হারে তারা। ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়ে পাকিস্তান।
ম্যাচ শেষে কনোলির হাতে চির ধরা পড়ার কথা নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থে সোমবার বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তিনি। টি-টোয়েন্টি দলে তার বদলি এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেও কনোলি ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে এই তরুণের রান ২২৬, স্ট্রাইক রেট ১৪৫.৮০। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ৬টি।
ব্রিজবেনে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু বৃহস্পতিবার। পরের দুই ম্যাচ সিডনি ও হোবার্টে, আগামী ১৬ ও ১৮ নভেম্বর।