• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬
কানপুর টেস্ট

বৃষ্টিতে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৩:৫৭ পিএম
বৃষ্টিতে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা
মুমিনুল হক ৪০* রানে অপরাজিত আছেন। ছবি : সংগৃহীত

কানপুরে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। আবহাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন অন্তত তেমনটাই দেখা গেল। বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হয়। মাঝেও কয়েকবার খেলা বন্ধ হয়। পরিস্থিতি এমনটাই হল যে ৩৫ ওভারের পরে আর খেলাই হলো না প্রথম দিন। খেলা বন্ধ হওয়ার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭।

চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক।

এর আগে দ্বিতীয় সেশনের খেলা শুরুর তৃতীয় ওভারেই আউট নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ২৯তম ওভারের শেষ বলে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লু হন বাংলাদেশ অধিনায়ক। আম্পায়ার আউট ঘোষণা করলেও রিভিউ নিয়েছিলেন শান্ত। কিন্তু তৃতীয় আম্পায়ারও আউট ঘোষণা করেন। ৫৭ বলে ৩১ রান করে আউট হলেন তিনি।

এদিকে দিনের নবম ওভারের তৃতীয় বলে আকাশ দিপের বলে স্লিপে জসশ্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার জাকির হোসেন (০)। অন্য ওপেনার সাদমান ইসলামকেও (২৪) এলবিডাব্লুর ফাঁদে ফেলেন আকাশ দিপ।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ (মুমিনুল ৪০*, নাজমুল ৩১, সাদমান ২৪, মুশফিক ৬*, জাকির ০ ; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২, সিরাজ ০/২৭, বুমরা ০/১৯)।

Link copied!