ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে। এই ম্যাচে অনবদ্য সেঞ্চুরির মালিক হয়েছেন নাইট রাইডার্সের অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার। এই সেঞ্চুরির মাধ্যমে ১৫ বছর পর কলকাতা পেয়েছে তাদের দ্বিতীয় সেঞ্চুরি। ২০০৮ সালে কলকাতা পেয়েছিল প্রথম সেঞ্চুরি, ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাককালাম করেছিলেন ১৫৮ রান।
ভেঙ্কটেশের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি। এর আগে তিনি এই সংস্করণে ১১টি ফিফটি পেয়েছিলেন।
শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর মারমুখী হয়ে খেলতে থাকেন ভেঙ্কটেশ। তার ফিফটি পেতে বল খরচ হয়েছে ২৩টি। ৫টি চার ও ৪টি ছয়ে তিনি অর্ধশতক রান তোলেন। তিন অংকের ঘরে পৌঁছাতে তার লাগে মাত্র ৪৯ বল।
ভেঙ্কটেশের শতকে ভর করে দারুণ সংগ্রহ পায় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানে থামে তাদের ইনিংস।