পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে ভারতীয় দল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন কোহলি-রোহিতরা। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে যায় ভারতীয় ক্রিকেটাররা।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। সিরিজের প্রথম দুই ওয়ানডে ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় দল। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে কোনো দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে এসেছিল। ওই সিরিজেই ওয়ানডে অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানের। ওই সিরিজটি জিতেছিল বাংলাদেশ দল।
ভারত সিরিজে অধিনায়ক তামিম ইকবালকে পাবে না বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে না থাকার জোরালো শঙ্কা আছে পেসার তাসকিন আহমেদের। তামিমের বদলি কে হবেন, তা এখনো জানা না গেলেও তাসকিনের বিকল্প হিসেবে শরিফুল ইসলামের খেলার জোরালো সম্ভাবনা আছে।
চলতি বছরের ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর।